ওয়েবসাইট GhotokBaba.com (ঘটকবাবা ডট কম) একটি আধুনিক ও শালীন ম্যাচমেকার ম্যাট্রিমনি। গোপনীয়তা বজায় রেখে ✓ বিয়ের পাত্র বা পাত্রীদের এড দেওয়ার বা প্রচারের জন্য, ✓ সম্ভাব্য প্রার্থী খুঁজতে সহায়তা করার জন্য এবং ✓ তাদের মধ্যে নিরাপদ ও বিরক্তিহীন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য এটি অধিক কার্যকর ও যুগোপযোগী একটি অনলাইন মাধ্যম। পাত্র বা পাত্রী স্বয়ং অথবা অভিবাককগন অথবা ঘটকগন এই সহজ সেবা গ্রহন করে উপকৃত হতে পারেন নিরদ্বিধায়।
👉 নিন্মে পয়েন্ট আকারে GhotokBaba.com এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এবং ব্যবহারকারীদের উপকার সম্পর্কে বর্ণনা করা হলো।
GhotokBaba.com is a modern & decent matchmaker matrimony. Securing adequate privacy, it is more effective & up to date online platform ✓ for publishing or extending the scope of advertisements, ✓ for assisting the search of the potential candidates for them, and ✓ for providing a safe & hassle-free communication process between them. Bride or groom, gardians, or professional Ghotoks can certainly be benefited from relying on the easy services it provides.
👉 Various features of GhotokBaba.com and subscription benefits for the members are presented in below points.
মাত্র কয়েক মিনিটের মধ্যেই, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন/ লগইন থেকে শুরু করে বিয়ের উদ্দেশ্যে পাত্র বা পাত্রীদের এড দেওয়া যায় খুব সহজেই। ডাটা এন্ট্রির একঘেয়েমি ঝামেলা GhotokBaba.com এ নেই। একি সাথে, পাত্র-পাত্রীর বেশ কয়েকটি ডেমো এড টেম্পলেট আকারে দেওয়া আছে, এবং সেগুলি সম্পাদনা করে- কপি করা যায় এবং নিজের এড কার্ডে তা পেস্ট করা যায়। স্বয়ংক্রিয় ভাবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে, শুখুমাত্র নিজের পছন্দ অনুসারে, প্রার্থীদেরকে লিস্ট আকারে দেখা যায়। প্রার্থীদের সাথে নিজস্ব মেসেজ সিস্টেমের মাধ্যমে কথাবার্তা এগিয়ে নেওয়া যায়। এবং এক ক্লিকেই স্মাইল দেওয়া বা কন্ট্যাক্ট রিকোয়েস্ট এর মতো প্রয়োজনীয় সেবা ব্যবহার করা যায়। এছাড়াও, বিভিন্ন ধরনের সারাংশ কৃত তথ্য পাওয়া যায়।
1. It is an easier & quicker platform
Matrimonial advertisements can be published easily within few minutes starting from registration/ login. GhotokBaba.com does not require the tiring data entries. At the same time, there are some demo ad card templates available, and they can be edited- allow texts to be copied and pasted to your own ad card. Based on your choice settings, it displays a list of candidates automatically or the same through manual search. You can initiate and develop the conversation with candidates using the built-in messaging system it has. Moreover, necessary services like send smile or request for contact can be done in single click. In addition, it generates summary of various events.
নিজের বা প্রিয়জনের জীবনের গুরুত্বপূর্ণ বৈবাহিক সম্পর্ক গড়ার লক্ষ্যকে ব্যবহার করে, ব্যক্তিগত গোপনীয় বা একান্ত তথ্য (যেমন ঠিকানা, জন্ম নিবন্ধন, ইত্যাদি) GhotokBaba.com কোনভাবেই সংগ্রহ করে না এবং প্রোফাইলে বা এড এ দিতে বাধ্য করে না। ব্যবহারকারীর ইউজার-নাম উহ্য বা গোপন রেখে, ভিন্ন নাম (যেমন Anonymous) দিয়েও এড তৈরি করা যায়। এমন কি, পাত্র-পাত্রীর ছবি সংযুক্ত করাটাও অত্যাবশ্যকীয় নয়। প্রাইভেসি রক্ষার্থে সে কারনে, পাত্র-পাত্রীর এডে নিজেদের টেলিফোন নম্বর, ইমেইল বা ঠিকানা যুক্ত করারও প্রয়োজন রাখা হয়নি। বরং GhotokBaba.com এর নিজস্ব ফিচারের মাধ্যমেই প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও গোপনীয়তা বিবেচনায়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রোফাইলের সাথে যুক্ত করার কোনো ব্যবস্থা রাখা হয় নি।
2. No need of sensitive information of bride, groom or family
GhotokBaba.com does neither collect any sensitive information (e.g. address, national identity, etc.) in any way and make them mandatory for the profile or ad card, nor capitalize the opportunity to grab some during this crucial moment in life from the candidates or relatives. Matrimonial ad can be published by hiding system’s username or with a different one (e.g. Anonymous). Ad can be published even without the photographs of a candidate member. For high privacy, it is not mandatory to publish the ad with the telephone number, email or address of the candidate or family. Rather, built-in features of GhotokBaba.com are well equipped to achieve such necessities. Moreover, to enhance the privacy, online social accounts are restricted from adding to the profile.
বিবাহ বন্ধন গড়ার সর্ব প্রথম ধাপে, সল্প পরিসরের গতানুগতিক পদ্ধতিতে, গোপনীয়তা বজায় রেখে অধিক সংখ্যক প্রার্থীর সন্ধান খুজে বের করা বেশ কষ্টসাধ্য এবং অসম্ভব বিষয়। কিন্তু এই বিশয়টিকে সহজতর করে দেয় GhotokBaba.com এর সেবা এবং পরিস্কার ভাবে সর্বোচ্চ গণ্ডি অতিক্রম করে। অধিক সংখ্যক সম্ভাব্য প্রার্থীর সন্ধান দেওয়া এবং পছন্দনীয় প্রার্থী বাছাই করার সুযোগ বৃদ্ধিই GhotokBaba.com এর লক্ষ্য।
3. Helps finding the most potential one among the highest number of candidates
For the very first step of the arrangement, with confined scope in the traditional procedure, it is tough ও impossible to bring with the maximum number of candidates. But GhotokBaba.com can clearly address such limitation and can easily spread out crossing the boundaries. The goal of GhotokBaba.com is to extend the possibilities to finding out the potential candidate from the highest numbers.
বেশিরভাগ ক্ষেত্রে গতানুগতিক এডে বা অন্য যেকোনো মাধ্যমে, সর্ব প্রথমেই অপর পক্ষের বা মধ্যমণির সাথে কথা বার্তা শুরু করতে হয় সশরীরে বা ফোনের মাধ্যমে, যা যেমন কষ্টসাধ্য তেমনি বিরক্তিকর বাস্তবতা সৃষ্টি করে অনেক সময়, এবং প্রায়ই হয়রানির সম্মুখীন করে। এই ধরনের অস্বস্তিকর বিষয় গুলোকে মোকাবেলায় GhotokBaba.com এর সেবা অধিক কার্যকর। ফোন, ইমেইল বা সরাসরি যোগাযোগের গ্রহনযোগ্য অবস্থা না আসা পর্যন্ত, এর নিজস্ব মেসেজ সিস্টেম ব্যবহার করা যায়। এই অনলাইন প্লাটফর্মের যুগোপযোগী প্রোফাইল ব্লক ও রিপোর্ট ফিচারগুলির মাধ্যমে বিরক্তকারী বা ঝামেলা সৃষ্টিকারীদের কার্যত রুখে দেওয়া যায় অনলাইনেই, যা সত্যিই প্রসংসা ও গর্বের দাবি রাখে।
4. Users gets freedom from disturbances
With almost all traditional ads or other mediums, at the very beginning stage, it is a frequent requirement to exchange verbally with other party or middle man over telephone or in presence, and this is not only something very hectic but also an annoying reality, and it often harasses. GhotokBaba.com is more effective in defending such situations. Till a certain comfort stage, the built-in messaging system can be utilized instead of using your phone, email or meeting face to face. Moreover, the good use of the must to have features like Profile Blocking and Reporting are meant to prevent someone the bad doer effectively, and they are really praiseworthy.
বিভিন্ন রকমের পরিসংখ্যান যেমন স্মাইল, লুক, কন্ট্যাক্ট রিকোয়েস্ট, ব্লক ও মেসেজ (ডেস্কটপে) এর পাশাপাশি নোটিফিকেশন পাওয়া যায় হোম পেইজেই। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন কার্যক্রমে নজর রাখতে পারেন যেকোনো সময়ে। বিস্তারিতি জানুন এখানে।
5. Summary activities & notifications
Home page presents summary information as well as notifications of various activities like smile, look, contact request, my block and message (desktop). Thus members get a chance to review the actions at any time effortlessly. For more, click here.
চিত্তাকর্ষক উপস্থাপনায় ও রঙয়ের ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটের প্রতিটি বিষয়, অংশ ও গঠন হৃদয়স্পর্শী এবং দৃষ্টিনন্দন করা হয়েছে। এবং যে কোনো আকারের ডিসপ্লের যন্ত্র- যেমন ডেক্সটপ, স্মার্ট টিভি, ট্যাবলেট ও স্মার্ট মোবাইল -এ সমান সুবিধায় GhotokBaba.com এর সেবা আরামে উপভোগ করা যায়।
6. Attractive appearance and responsive design
Every topic, section & feature is impressive and touching with tempting presentation and colors. Moreover, the services of GhotokBbaba.com can be enjoyed comfortably and fully with devices like desktop, smart tv, tablet & smartphone.
প্রচলিত প্রায় সকল সেবা মাধ্যমের ব্যবহার বিধির জটিলতা, গোপনীয়তা লঙ্ঘন, বিরক্তিকর অবস্থার মাত্রা এবং তাদের সেবার মুল্যের বিপরীতে, GhotokBaba.com এর উল্লেখিত সহজ এবং উন্নত অনলাইন সেবার মান বিবেচনায়, যে মুল্য ধার্য করা হয়েছে বা রাখা হচ্ছে, তা শুধু প্রতিযোগিতামূলকই নয় বরং নিশ্চিন্তে লাভজনক।
7. Affordable price for its advanced services
The given or adjusted price for the easier and upgraded services of GhotokBaba.com is not only competitive but also fairly economical comparing the cost of the most popular mediums with high difficulties, privacy breach and discomfort levels.
• পাত্র-পাত্রীর নিজের বা প্রিয়জনের জন্য এড কার্ড তৈরি করা যায় সহজে। Easy ad card creation by brides, grooms, guardians & ghotoks.
• ক্লান্তিকর প্রাইভেট ডাটা এন্ট্রি ছাড়াই, সংক্ষিপ্ততম সময়ে এড প্রকাশ করা যায়। Quick submission without tiring data entries.
• প্রাইভেসি অক্ষুন্ন রাখতে নাম, ছবি, অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় না বা বাধ্যতামুলক নয়। For full privacy,
name, photograph & other sensitive/ private information are not required.
• একাধিক ডেমো এড কার্ড টেমপ্লেট (সম্পাদনা যোগ্য) এর লেখা কপি/ পেস্ট করা যায় নিজের এড কার্ডে। Allows copy & paste of text from editable demo ad card templates.
• নিজস্ব মেসিঞ্জিং সিস্টেম আছে। Provides built-in messaging system.
• Contact request, Favorite/ Report/ Block profile বা Send smile এক ক্লিকেই করা যায়। Provides feature-rich options.
• Profile statistics, notifications, auto/ manual search এর মত দারুন সুবিধা আছে। Includes more features.
• বিরক্তি ও হয়রানি মোকাবেলায় অধিক কার্যকর। Facilitates features against being annoyed and disturbed.
• দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে এর উন্নত ও সহজ সেবা প্রস্তুত করা হয়েছে। Impressive design and color.
• সুলভে ব্যবহার করা যায় আস্থার সাথে। Economical and trustworthy.
✉ Contact Us for more information or any query.
GhotokBaba.com assists people towards making the vital & one of the most important decisions in life – the search for spouse or life partner.
Log in or Register Ad Card Templates